স্টাফ রিপোর্টার : গতকাল (সোমবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ রামু (কক্সবাজার) উপজেলার রাজারকুল ইউনিয়ন কমিটি গঠনকল্পে শাখার অস্থায়ী কার্যালয়ে এক বৈঠক মাওলানা আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী মাওঃ এ আর এম ফরিদুল আলম, রামু উপজেলা সহ-সভাপতি মাওলানা হাফেজ আনোয়ার, সেক্রেটারী মাওঃ আবু নাছের ও সাংগঠনিক সম্পাদক মাওঃ তাজুল ইসলাম।
সভাশেষে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারকুল ইউনিয়ন শাখা কমিটি গঠন করেন। উল্লেখযোগ্য দায়িত্বশীলগণ যথাক্রমে- সভাপতি মাওঃ আবদুল খালেক, সহ-সভাপতি মাওঃ সাঈদুল হক, সেক্রেটারী মাওঃ জায়নুল আবেদীন, সহ-সেক্রেটারী মাওঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন, অর্থ সম্পাদক মাওঃ আব্দুল গণি ও প্রচার সম্পাদক মাওঃ হাফেজ আব্দুল্লাহ প্রমুখ।
Leave a Reply