শাহীন বিন শফিক, কুমিল্লা দক্ষিণ প্রতিনিধিঃ
গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩টায় মিয়াবাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ চৌদ্দগ্রাম উত্তর উপজেলা শাখার অফিস উদ্বোধন ও কর্মী সম্মেলন অনুষ্ঠি হয়।
হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও ডাঃ মাওলানা আবুল কালাম আজাদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ -এর সংগ্রামী সভাপতি বাতিলের আতংক জনপ্রিয় বক্তা হযরত মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর দাওয়াত প্রত্যেক ধর্ম-বর্ণের মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান। তিনি বলেন, দ্বীন, জাতি ও দেশের জন্য প্রত্যেকটা নেতাকর্মীকে নিবেদিত প্রাণ হতে হবে।
প্রধান বক্তা বলেন, আমাদের রাজনীতি ক্ষমতার রাজনীতি নয়, ইসলামেরে জন্য। এইজন্য আমাদের আচার-ব্যবহারও হওয়া দরকার দুনিয়াদার রাজনৈতিক কর্মীদের চেয়ে আলাদা। আমাদের রাজনীতি জিহাদ ও রুহানিয়্যাতের প্রয়াস যা ইবাদত তুল্য। এইজন্য আমাদের সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান হওয়া জরুরী।
পাশাপাশি বক্তারা মিয়ানমারের নির্যাতিত মুসলমানদেরকে সাহায্য করার জন্য সকলের প্রতি আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চৌদ্দগ্রাম উত্তরের সকল স্তরের দায়িত্বশীলবৃন্দ।
Leave a Reply