তৈয়বুর রহমান, গাজীপুর (জেলা) সংবাদদাতা : আজ শুক্রবার (৬ অক্টোবর’১৭) সকাল ৮টায় চেরাগালীস্থ আইএবি কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের আওতাধীন টঙ্গী থানা শাখার মজলিসে শুরা অধিবেশন থানা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ জাকির হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি এইচ.এম তৈয়বুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ মিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য ও টঙ্গী থানা ইসলামী আন্দোলনের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শাখাওয়াত উল্লাহ, মহানগর ইসলামী আন্দোলনের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী ওসমান গনী মুছাপুরী।
প্রধান অতিথি শুরুতেই থানা ও ওয়ার্ড শাখার ২০১৬-১৭ সেশন এর প্রতিবেদন গ্রহণ করেন এবং থানা ও ওয়ার্ড শাখার কার্যক্রম পর্যালোচনা করে ২০১৭-১৮ সেশন এর পরিকল্পনা গ্রহণ করেন।
প্রধান অতিধি তার আলোচনায় বলেন, টঙ্গী থানা শাখা গাজীপুর মহানগের একটি গুরুত্বপূর্ণ শাখা। আমি আশাবাদী এই পরিকল্পনার মাধ্যমে শাখার কার্যক্রম আরো বেগবান হবে। এ ছাড়াও দ্বি-বার্ষিক পরিকল্পনার আলোকে দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এতে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গী থানা শাখার উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শহীদ আলী মোল্লা, জয়েন্ট সেক্রেটারি ডাঃ এস এম ফয়সাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী আঃ হামিদ, দফতর সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম খলীল, অর্থ সম্পাদক মুহাম্মদ কবির হোসেন, সহঃঅর্থ সসম্পাদক কে এম আনোয়ার হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জালাল গাজী, আইন বিষয়ক সম্পাদক ফরাজী মাওলানা নাঈম উদ্দীন, ৪৩নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মাষ্টার সিদ্দিকুর রহমান, ৪৫নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নেসার উদ্দিন, ৫১নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শাহ জাহান, ৫৩নং ওয়ার্ড সেক্রেটারী মুহাম্মদ সাইফুল ইসলাম, ৫৬নং ওয়ার্ড সভাপতি মাওলানা ফিরোজ আলম, ৫৭ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ মোস্তফা, থানা যুব আন্দোলন এর সাধারণ সম্পাদক মুহাম্মদ শামিম বিন শাহ আলম, ছাত্রনেতা মুহাম্মদ জাকারিয়া সহ থানা ও ওয়ার্ড শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মজলিসে শুরা অধিবেশন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এর মায়ের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply