কিশোরগঞ্জ সংবাদদাতা : গতকাল ১৬ মার্চ বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার জরুরি বৈঠক দলের একরামপুরস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় । ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা সেক্রেটারী মহিউদ্দিন আজমীর পরিচালনায় ও জেলা সভাপতি হাফেজ মাওলনা আলমগীর হোসাইন এর সভাপতিত্বে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, সহ দফতর সম্পদাক অাশরাফ আলী সোহান, অর্থ সম্পাদক হেলাল উদ্দিন জুয়েল, সহ অর্থ সম্পাদক রেদুওয়ান আহমাদ, সমাজকল্যাণ সম্পদাক রুকন উদ্দিন। জরুরি বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার ছয় (০৬) টি আসনে সম্ভাব্য প্রার্র্থীদের চূড়ান্ত তালিকা নিয়ে আলোচনা করা হয়। উল্লেখ্য যে গত ১১/০৩/১৭ তারিখ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সকল অঙ্গসংগঠনের সাথে যৌথ বৈঠকের মাধ্যমে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত লিস্ট তৈরী করা হয়। প্রার্থী বাছায়ে তাদের পূণাঙ্গ জীবন বৃত্তান্ত ভালভাবে পর্যালোচনা করা হয়। জরুরি বৈঠকের শেষ পর্যায় প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ করা হয়।
Leave a Reply