আল আমিন, গাইবান্ধা (জেলা) সংবাদদাতাঃ গতকাল সমবার (১৩ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলার অস্থায়ী কার্যলয়ে জেলা সভাপতি মাওঃ ইসমাঈল হোসাইনের সভাপতিত্বে জেলা ও থানার দায়িত্বশীল তারবিয়ত আনুষ্ঠিত হয়েছে। উক্ত তাররবিয়ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওঃ আব্দুল কাদের সাহেব।
প্রধান অতিথি জেলা ও থানার দায়িত্বশীলদের গুরুত্বপূর্ণ তারবিয়ত প্রদান করেন। তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রতেক দায়িত্বশীল ও কর্মীদের আরো গুরত্বসহকারে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে।তিনি তারবিয়ত শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা জেলার সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
এতে আরো উপস্থিত ছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা সেক্রেটারি আব্দুল মাজেদ, জয়েন্ট সেক্রেটারি মাওঃ আল-আমিন, শ্রমিক আন্দোলন জেলা সভাপতি আব্দুল মুত্তালেব, যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মুফতি তৌহিদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি ওলিউল্লাহ সহ সকল সহযোগী সংগঠনের জেলা ও থানার প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।
Leave a Reply