মৌলভীবাজার প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষোণা দেওয়ার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দেশব্যপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার পশ্চিম বাজার জামে মসজিদ থেকে মিছিল বের হয়ে কুসুমবাগ হয়ে চৌমোহনা দেওয়ানী মসজিদ-এর সামনে বিক্ষোভ মিছিল পরবর্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। জননেতা জনাব মাওলানা আসলম -এর সভাপতিত্ব ও ইশা ছাত্র আন্দোলন জেলা সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন জেলার সংগ্রামী সেক্রেটারি জননেতা মাওলানা তোফায়েল আহমদ, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা সুলাইমান আহমদ, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি মেধাবী ছাত্রনেতা ইউসুফ আহমদ মনসুর। উপস্হিত ছিলেন ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশিলগণ।
Leave a Reply