কুমিল্লা থেকে ওসমান গনী: বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ৩টায় কুমিল্লা জেলা প্রেসক্লাব সংলগ্ন কমিউনিটি সেন্টারে আইএবি জেলা শাখা সভাপতি মাওলানা মু. তৈয়্যব সাহেবের সভাপতিত্বে ও সেক্রেটারি এম এম বিলাল হোসাইনের সঞ্চালনায় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহা. ফয়জুল করীম দা. বা.।
প্রধান অতিথির বক্তব্যে শায়েখে চরমোনাই বলেন, “দাওয়াতের কাজ চালানোই হচ্ছে আপনাদের প্রয়োরিটি। এ দায়িত্ব নিয়েই তো নবী রাসুলগণ দুনিয়াতে এসেছেন। তাই ইসলামের দাওয়াত দিতে হবে বারবার। প্রত্যাখ্যান করলেও আবারো দাওয়াত নিয়ে হাজির হতে হবে। দাওয়াত দিতে গিয়ে প্রিয় নবী সাঃ কতবার হেনস্থা হয়েছেন সেটা কি আপনাদের মনে নেই? দাওয়াত যত দিবেন, তত শত্রুতা বাড়বে, তাতে কি? মুমিনের ভয় থাকতে নেই।
এখানে তিনি বাংলাদেশের কথিত এক ইসলামী দলের রাজনৈতিক ভুলের তথ্য ও তত্ত্ব সংক্ষেপে তুলে ধরেন। তিনি বলেন, “তাঁদের দ্বারা ইসলামী হুকুমত কায়েমের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা থাকবে যা কখনোই তারা ডিঙ্গাতে পারবেনা। উদাহরণ হিসেবে তিনি বলেন, প্রতি বছর এ দেশের স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে তাঁদের নিয়ে যে সমালোচনাটা হয় সেটা অতিক্রম করা দুঃসাধ্য।
উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, ঢাকা মহানগর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহযোগী ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দ প্রমুখ।
Leave a Reply