এহসানুল হক সোহান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: গতকাল শুক্রবার (৩১ আগস্ট’১৮) ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা দক্ষিণ শাখা আওতাধীন ভালুকা উপজেলা শাখার সদস্য সম্মেলন ও কমিটি গঠন স্থানীয় বড় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় নেতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ।
সম্মেলন শেষে ইসলামী আন্দোলন ভালুকা উপজেলার আহবায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটিতে সভাপতি হিসেবে বিশিষ্ট আইনজীবি এ্যাড. আমানুল্লাহ সরকার (সংসদ সদস্য পদপ্রার্থী ময়মনসিংহ-১১),
সহ-সভাপতি মাওঃ ফজলুল করীম ও সাধারণ সম্পাদক মাওঃ মাসউদুর রহমান এর নাম ঘোষণা করা হয়।
এছাড়াও উক্ত সম্মেলনে ইসলামী আন্দোলন, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলন ও ইশা ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply