২৫, ২৬ ও ২৭শে ডিসেম্বর তিনদিন ব্যাপী ভার্চুয়াল তালিম ও তারবিয়াতের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা। শুক্রবার (২৫শে ডিসেম্বর’২০২০ ইং) মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক আর.এম. রুবেল আহমেদ এর সঞ্চালনায় কুয়ালালামপুর সিটি শাখার সেক্রেটারী মোঃ ওমর ফারুকের কুরআন তেলাওয়াত ও ক্লাং সিটি শাখার অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেনের ইসলামী সংগীতের মাধ্যমে প্রথম দিনের তারবিয়াত অনুষ্ঠিত হয়।
প্রথম দিন তারবিয়াত প্রদান করেন ইসলামী আন্দোলন মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উতারা ইউনিভার্সিটি মালয়েশিয়ার পিএইচডি গবেষক (শিক্ষার্থী) মাওলানা গাজী আবু হোরায়রা। এসময় তিনি ইসলামী আন্দোলনে দায়িত্বশীল কর্মীদের আনুগত্য সম্পর্কে দীর্ঘ আলোচনা করেন।
শনিবার (২৬শে ডিসেম্বর) দ্বিতীয় দিনে আলোচনা করবেন মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী মাওলানা মাসউদ উর রাহমান। এবং শেষ দিন (২৭শে ডিসেম্বর) আলোচনা করবেন মালয়েশিয়া কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি আমিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির মেধাবী ছাত্র মুফতি মঞ্জুরুল ইসলাম।
Leave a Reply