ইমাম হোসাইন কুতুবী, রাঙামাটি (জেলা) সংবাদদাতা : গতকাল সোমবার (৯ অক্টোবর) রাঙামাটি জেলার বরকল থানার মুজাহিদ কমিটির কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরকল থানা শাখার উদ্যোগে শাখার আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে থানা সম্মেলন অনুষ্ঠিত হয়
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার সভাপতি মু. নাসির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুজাহিদ কমিটি রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মু. হাবিবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মু. ইসমাঈল সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে প্রধান অতিথি বরকল থানা ইসলামী আন্দোলনের পূর্ব আহবায়ক কমিটি বিলুপ্ত করে ২০১৭-১৮ সেশনের জন্য নতুন কমিটিতে সভাপতি মু.জহিরুল ইসলাম (খোকন), সহ-সভাপতি মু. রফিকুল ইসলাম ও সেক্রেটরী আবুল কালাম এর নাম ঘোষণা করেন।
Leave a Reply