মাসুম বিল্লাহ, কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ শুক্রবার (৩১ আগষ্ট) ইসলামী যুব আন্দোলন কুমিল্লা উত্তরের উদ্যোগে এক মূল্যায়ন সফর অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি এস.এম. তাজুল ইসলামের সভাপতিত্বে এবং এনামুল হক মজুমদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় প্রবাসী বিষয়ক সাংগঠনিক সম্পাদক জি.এম. রুহুল আমীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী যুব আন্দোলন ইসলামী আন্দোলনের প্রাণশক্তি। ইসলামী যুব আন্দোলন খেলাফত প্রতিষ্ঠায় যুবকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সাহাবাদের চিন্তাচেতনায় উজ্জীবিত আদর্শিক এক কাফেলার নাম ইসলামী যুব আন্দোলন। আগামী একাদশ জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন ৩০০ আসনেই প্রার্থী দিবে ইনশাআল্লাহ। নির্বাচনী রনাঙ্গণে ইসলামকে বিজয়ী করতে মাঠে থাকবে ইসলামী যুব আন্দোলন।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারী এম.এম. বিল্লাল হোসেন, জয়েন্ট সেক্রেটারী মাও. নূর হোসেন, অর্থ সম্পাদক হাঃ শাহজালাল, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা উত্তরের সহ-সভাপতি মাও. নাজির ফাহিম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, অর্থ সম্পাদক ডাঃ ইছহাক হোসেন সহ জেলার সকল দায়িত্বশীলগণ।
Leave a Reply