স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার (১১ আগষ্ট) বাদ আসর ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আওতাধীন করিমগঞ্জ থানা কমিটি গঠন সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলার সভাপতি মুফতি বরকত হোসাইন। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ করিমগঞ্জ থানার শাখার সভাপতি মাওঃ মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার দফতর সম্পাদক হাঃ মাওঃ জাকির হোসেন।
প্রধান অতিথি বলেন, ইসলাম ও দেশপ্রেমিক আদর্শ যুব সমাজ গড়তে ইসলমী যুব আন্দোলনের বিকল্প নাই। তাই সমাজের প্রত্যেকটি যুবকদের কাছে এ দাওয়াত পৌছে দিতে থানা দায়িত্বশীলদের প্রতি আহবান জানান তিনি।
প্রধান বক্তা বলেন, পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে পরিচালিত ইসলামী যুব আন্দোলন একটি আদর্শবান যুব সংগঠন, তাই প্রত্যেকটি যুবককেই তিনি এতে অংশগ্রহণের আহবান জানান।
বিশেষঅতিথি বলেন, যে মুসলমান বিশ্ব শাসন করত কুরঅান-সুন্নাহ দিয়ে তারা আজ কুরঅান-সুন্নাহ ছেড়ে দিয়ে গোলামে পরিণত হয়েছে। তাই এ থেকে উত্তরণে যুব সমাজকে ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠান শেষে ইসলামী যুব আন্দোলন করিমগঞ্জ থানা শাখার ২০১৭-২০১৯ সেশনের কমিটিতে সভাপতি মাওঃ মুহাঃ আমিনুল ইসলাম, সহ-সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তুহিন, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান ও অর্থ সম্পাদক রকিবুল হাসান এর নাম ঘোষণা করা হয়।
Leave a Reply