আমানুল্লাহ হাসান, চট্টগ্রাম থেকে: গতকাল সোমবার (৩ আগস্ট’১৮) ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার কমিটি গঠন অনুষ্ঠান বাঁশখালী পৌরসভাস্থ বাইতুল আমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী পৌরশাখার সেক্রেটারী ও ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের সাংগঠনিক সম্পাদক এম. মোবারক হোসাইন আসিফ। প্রধান আলোচকের বক্তব্য রাখেন যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এস.এম. ফয়জুল্লাহ।
প্রোগ্রাম বাস্তবায়নকারী সদস্য সচিব ও যুব আন্দোলনের দপ্তর সম্পাদক কাজী আবেদুর রহমানের সঞ্চালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া দাওয়াতি সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহবায়ক ও যুব আন্দোলন- বাঁশখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. আমান উল্লাহ হাসান। এছাড়া উপস্থিত ছিলেন যুব আন্দোলন- বাঁশখালী উপজেলা শাখার দায়িত্বশীল মাও. ইমরান, মাও. মনিরুল ইসলাম, মাও. কলিম উল্লাহ, ইশা ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলাদ সহ-সভাপতি ছাত্রনেতা মু. আব্বাস উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ।
সভা শেষে বাঁশখালী পৌরসভার কমিটির জন্য (সাবেক ছাত্রনেতা) মু. কলিম উল্লাহকে সভাপতি, মুহা. জসিম উদ্দীনকে সহ-সভাপতি ও মু. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply