পারভেজ হোসাইন, লক্ষ্মীপুর (জেলা) সংবাদদাতা : আজ ২৮ জুলাই (শুক্রবার) সকাল ৯টা থেকে ইসলামী যুব আন্দোলন লক্ষীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত লক্ষীপুর দক্ষিণ তেমুহনী পার্টি সেন্টার মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা ও আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর)।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় অান্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অবঃ) মু. ইব্রাহীম, সেক্রেটারি মাওলানা মু. মহি উদ্দিন, আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, লক্ষীপুর জেলা ছাত্র আন্দোলন সভাপতি মু. মাহমুদুলু হাসান, ইসলামী আইনজীবী পরিষদ সভাপতি জনাব এ্যাড. হারুনুর রশিদ প্রমুখ।
Leave a Reply