রাকিব চৌধুরী, সিলেট সংবাদদাতা : ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গত শনিবার (১ জুলাই) দুপুরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি তানভীর আহমদ তাসলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহিব্বুল হক, ইশা ছত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি মোঃ সুলেহ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখা সহ সভাপতি মাওলানা মাহফুজুর রহমান সচিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাফেজ সালেহ আহমদ, দপ্তর সম্পাদক নুরুল আমিন, অর্থ সম্পাদক মনির আহমদ, প্রচার সম্পাদক দ্বীন ইসলাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম আমিন, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, যুব কল্যাণ ও কর্মসংস্থান শাহীন আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তি শামীম আহমদ, আইন সম্পাদক আমির হোসেন আমির, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা সালমান আহমদ প্রমুখ। এছাড়াও সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply