স্টাফ রিপোর্টার : গতকাল ১৭ মার্চ শুক্রবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা কার্যালয়ে দিনব্যাপী জেলা দায়িত্বশীল তারবিয়াতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা সভাপতি ইউসুফ আহমাদ মানসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রদান করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা আসলাম, জেলা সেক্রেটারি কাউসার আহমদ, জেলা ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা জিয়াউর রাহমান নকিব। আরো বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন মৌলভীবাজার জেলা আহবায়ক মামুন আহমদ, জেলা যুগ্ম আহবায়ক হাফিজ মিজানুর রহমান।
উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উপজেলা ও প্রতিষ্ঠান শাখার দায়িত্বশীলবৃন্দ।
দিন শেষে প্রধান অতিথির দুয়া ও মুনাজাতের মাধ্যমে দিনব্যাপী এ তারবিয়াত সমাপ্ত হয়।
Leave a Reply