আবদুর রহমান নাহিদ, নোয়াখালী দক্ষিণ জেলা প্রতিনিধি: শুক্রবার (৩১ আগষ্ট’১৮ইং) বিকাল ৩টায় মাইজদীস্থ বিআরডিবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগে “জেলা সম্মেলন-২০১৮” অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওঃ মোসলেহ উদ্দীন এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ক্যাপ্টেন (অবঃ) মুহাম্মদ ইব্রাহীম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই দেশে শ্রমিক আজ তাদের নায্য অধিকার থেকে বঞ্চিত, শ্রমিকের নায্য অধিকার প্রতিষ্ঠা একমাত্র ইসলামী শ্রমনীতির মাধ্যমেই সম্ভব। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তিকে বিজয় করার জন্য ইসলামী শ্রমিক আন্দোলনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মু. রফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত সম্মেলনে আরো বক্তব্য প্রধান করেন ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের এর উপদেষ্টা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মাহমুদুর রহমান, সদর থানা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওঃ ফিরোজ আলম, ইসলামী শ্রমিক আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের সহ-সভাপতি মাওঃ খালেদ সাইফুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী উত্তরের সভাপতি মু. তাজুল ইসলাম মাছুম, নোয়াখালী দক্ষিণের সভাপতি মু. দিদার হোসাইন প্রমুখ।
Leave a Reply