বেগমগঞ্জ থেকে আবুল হাসান : ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগমগঞ্জ থানা শাখার উদ্যোগে ১৭ ই রমজান রোজ মঙ্গলবার বাদ আসর স্থানীয় শাহী বিরিয়ানী হাউজে বদর দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শাখা সভাপতি মাওলানা নুরুদ্দীন সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা নজীর আহমদ সাহেব। সভাপতি তার বক্তব্যে বলেন, এদেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। কাজ করতে হবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। যদিও একাজে অনেক বিপদ আপদ আসবে। তবুও সবকিছুর উপর ইসলামকে প্রাধান্য দিতে হবে। এক্ষেত্রে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অসংখ্য সাংবাদিক, আলেম সমাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
Leave a Reply