স্টাফ রিপোর্টার : এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ওসমানী নগর উপজেলা শাখার সভাপতি আহমদ উল্লাহ আনছারী।
বৃহস্পতিবার (৪ মে’১৭) গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে তিনি বলেন, ছাত্ররা দেশ ও জাতির কাণ্ডারি। দেশের সংকটময় মুহুর্তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সঠিক জ্ঞান অর্জন করে সমাজের সর্বস্তর থেকে জাহিলিয়াতের আধিপত্যের অবসান ঘটাতে হবে।
প্রত্যেক শিক্ষার্থীকে দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও জাতির নেতৃত্ব দেওয়ার জন্য সৎ ও যোগ্য হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, সমাজের সর্বস্তরে জাহিলিয়াত অবস্থান করছে। জাহিলিয়াতের চুড়ায় আঘাত হেনে মেধাবী শিক্ষার্থীদের ইসলামী হুকুমত বাস্তবায়নের লক্ষে কাজ করতে হবে।
সভাপতি তিনি বলেন, একটি কুচক্রী মহল ইসলামকে বিকৃতি করার চেষ্টা করছে, ইসলামের নামে জঙ্গীবাদের চালাচ্ছে।
চলমান জঙ্গীবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। তাই মেধাবী শিক্ষার্থীদের অবশ্যই সতর্ক থাকতে হবে।
Leave a Reply