ইসলামী আন্দোলন বাংলাদেশ -এর নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকলে হাফেজ্জী হুজুর ও আমিনুল ইহসান রহ. এর সম্মান নিয়ে নাস্তিকরা ছিনিমিনি খেলতে পারবে না।
আজ (২২ এপ্রিল’১৭, শনিবার) রাজধানীর কামরাঙ্গিচর জামিয়া নুরিয়া আশরাফিয়ায় ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটি আয়োজিত জাতীয় উলামা সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির আহবায়ক মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী।
মুফতি ফয়জুল করীম আরো বলেন, হাফেজ্জী হুজুর রহ. ও মুফতি আমীমুল ইহসান রহ. এর নাম স্বাধীনতা বিরোধী তালিকা থেকে বাতিল এবং সড়কের নাম পুন:স্থাপন করতে হবে। এ দাবী আদায়ে আওয়ামীলীগ-বিএনপির বাইরে ওলামায়ে কেরামের স্বতন্ত্র ঐক্যবদ্ধ প্লাটফর্ম সময়ের অপরিহার্য প্রয়োজন।
মুফতি সুলতান মহিউদ্দীন ও মুফতি আফম আকরাম হুসাইন সঞ্চালিত সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আশরাফ আলী, হেফাজত ঢাকা মহানগর আমীর মাওলানা নূর হুসাইন কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান পেশওয়ারী, মহাসচিব ড. আহমাদ আব্দুল কাদের, জামিয়া মুহাম্মদিয়ার প্রিন্সিপালা মাওলানা আবুল কালাম, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, ইসলামী ঐতিহ্য সংরক্ষণ কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, জামিয়া ইউনুছিয়া বি. বাড়ীয়ার প্রিন্সিপাল মুফতি মুবারকুল্লাহ, কমিটির সমন্বয়কারী ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আবুল বাশার -পীর সাহেব শাহতলী, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, চকবাজার শাহী মসজিদের খতীব মাওলানা মিনহাজ উদ্দীন, মাওলানা সানাউল্লাহ, নেজামে ইসলাম পার্টির যুগ্ম মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, হেফাজত গাজীপুর আমীর মুফতী মাসউদুল করীম, হুফফাজুল কুরআনের সহ সভাপতি মাওলানা নূরুর রশীদ, মাওলানা সাঈদুর রহমান, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা আবু তাহের, মোঃ রোকনুজ্জামান রোকন, মাওলানা আতাউর রহমান আরেফী, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মুফতী ফখরুল ইসলাম, মাওলানা তাফাজ্জুল হোসাইন, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা আব্দুর রহিম শাকের, মুফতি বশীরুল্লাহ, মাওলানা মাসউদুর রহমান বিক্রমপূরী, মাওলানা তৈয়ব আল হুসাইনী, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা মোঃ ফয়সাল প্রমুখ।
কৃতজ্ঞতা : ইনসাফ
Leave a Reply