মুরাদ হুসাইন, ওমান প্রতিনিধি : গত ২৫ আগষ্ট রাত ৯:৩০ মিনিট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ওমানস্থ রুই শাখা কর্তৃক কুরবানীর গুরুত্ব ও ফজীলত বিষয়ক ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
শাখা সভাপতি মুফতি হুসাইন আহম্মদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা আনসার আলী’র সঞ্চালনায় উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন প্রখ্যাত আলেম মাওলানা মুফতি হুসাইন আহম্মদ হুসাইনি। তিনি ইসলামের সূচনা লগ্ন থেকে কুরবানীর ইতিহাস, গুরুত্ব ও ফজিলত তুলে ধরেন। মাহফিলে আরো বয়ান পেশ করেন রুই শাখা দায়িত্বশীলবৃন্দ।
এছাড়াও আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক মাওলানা রবিউল ইসলাম, মাওলানা কবির হুসাইন, মুহাম্মদ মুরাদ হুসাইন জনাব আমান উল্লাহ সাহেব সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
রুই শহরবাসীর ব্যাপক অংশ গ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে মাহফিল। বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের নেতৃত্বে মাহফিলের এই ধারাবাহিকতা চলবে আজীবন। পরিশেষে বিশ্ব মুসলিম ও বাংলাদেশের বন্যার্ত মানুষের জন্য বিশেষ ভাবে দোয়ার মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।
Leave a Reply