কক্সবাজার থেকে শোয়াইব : গতকাল জুমাবার ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা শাখার আয়োজনে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী ও জেলা সম্মেলন শহরের সিলভার সাইন হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে যুব আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ প্রধান অতিথি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী প্রধান বক্তা এবং জেলা উপদেষ্ঠা পরিষদের অন্যতম সদস্য আল্লামা হাফেজ হারুনুর রশিদ, আল্লামা ড. জসিম উদ্দিন নদভী, ডা: মোহাম্মদ আমিন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জ. সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রাশেদ আনোয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ হোছাইন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসাইন শাওন, শ্রমিক নেতা আনোয়ার হোসাইন, ছাত্রনেতা আবু বকর ছিদ্দিক, পৌরনেতা মাওঃ জাহেদু রহমানসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃবৃন্দ, শ্রমিক আন্দোলন, যুব আন্দোলনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি আগামী ২০১৭-২০১৯ সেশনের জন্য মাওঃ হোছাইন মোঃ মোস্তাফিজুল হক সভাপতি, মাওঃ কাউছার মক্কী সহ-সভাপতি ও মুফতি ওসমানকে সাধারণ সম্পাদক করে ইসলামী যুব আন্দোলনের জেলা কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
Leave a Reply