সম্প্রতি কণ্ঠশিল্পী আবু সুফিয়ানের নেতৃত্বাধীন আইনুদ্দীন রহ. কলরবের উপদেষ্টা পরিষদের একটি তালিকা ফেসবুকে ছবিসহ প্রকাশিত হয়েছে। যাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কয়েকজন কেন্দ্রীয় নেতার নাম ও ছবি দেয়া হয়েছে। সেই তালিকায় থাকা নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, তারা কেউ এ বিষয়ে মত দেননি। তাদের অনেকেই উপদেষ্টা তালিকায় নিজেদের নাম দেখে চরম বিস্ময় প্রকাশ করেছেন।
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী সাহেব এর সাথে কথা বলে জানা যায়, আবু সুফিয়ানের নতুন প্রতিষ্ঠিত কলরবের উপদেষ্টাদের তালিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যেসকল দায়িত্বশীলদের নাম দেয়া হয়েছে তা অসত্য ও বিভ্রান্তিকর। এমনকি তাকেও ভুল ইনফরমেশন দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। সে জন্য তিনি এ অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিভ্রান্ত না হতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
Leave a Reply