IAB News | Islami Andolan Bangladesh News কাঠালিয়া উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত - IAB NEWS

| |

কাঠালিয়া উপজেলা ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ 11:03 am | October 13, 2018

আরিফ বিল্লাহ, ঝালকাঠী জেলা সংবাদদাতাঃ গতকাল শুক্রবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা আইএবি মিলনায়তনে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি প্রভাষক মুহাঃ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি প্রভাষক মাওঃ আল আমিন এর সঞ্চালনায় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাওঃ আহসান উল্লাহ খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, ইশা ছাত্র আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ। প্রোগ্রাম শেষে সংগঠনকে গতিশীল করার লক্ষে আগামী ২৩ তারিখ পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেন।
১. ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন।
২. ১৭-২২ অক্টোবর প্রার্থীর উপস্থিতিতে সকল ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি।
৩. প্রচারণার জন্য লিফলেট, ব্যানার, ফেস্টুন তৈরী।
৪. নির্বাচনী ফান্ড শক্তিশালী করণ
৫. সেন্টার কমিটি গঠন করে পোলিং এজেন্ট নিশ্চিত করা।
৬. ২৩ অক্টোবর উপজলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন করার সিদ্ধান্ত গৃহিত হয়।