চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে চরমোনাইর নমুনায় অনুষ্ঠিত ৩দিন ব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের শেষ বয়ানে শরীয়ত সংক্রান্ত আলোচনায় নায়েবে আমীর শায়খুল হাদীস আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, রূহ জগতে মানুষের প্রতি আল্লাহর প্রথম প্রশ্ন ছিল, ‘আমি কি তোমাদের রব নই? মানবজীবনের শেষে কবরজগতেও একই প্রশ্নের মুখোমুখি হতে মানুষকে, ‘তোমার রব কে?’ এ প্রশ্নের জবাব জানার নামই হচ্ছে মারিফত এবং সে অনুযায়ী জিন্দেগি পরিচালনার নাম শরীয়ত। মুফতী ফয়জুল করীম বলেন, দুনিয়ার জিন্দেগি পরীক্ষার জিন্দেগি। আল্লাহর দেয়া জীবন তাঁরই দেয়া বিধান অনুযায়ী পরিচালনা করতে হবে। কোনো তন্ত্র-মন্ত্র কিংবা নেতা-নেত্রী কাল কিয়ামতে কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন মানুষের ভোটেরও হিসাব হবে; নেতা-নেত্রীদের দুর্নীতি আর জনগণের সম্পদ আত্মসাতের গোনাহেরও অংশীদার হতে হবে।
মাহফিলের ৩য় দিনেও মানুষের ঢল ছিল উল্লেখ করার মত।
কাল (রবিবার) বাদ ফজর হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)-এর বয়ান শেষে চট্টগ্রাম পলোগ্রান্ড ময়দানে বাংলাদেশে মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলা আয়োজিত চরমোনাইয়ের নমুনায় বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
Leave a Reply