আশরাফ আলী সোহান, কিশোরগঞ্জ প্রতিনিধি: গতকাল বৃহষ্পতিবার (১৫ জুন, ১৯ রমজান) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিল কিশোরগঞ্জরে পুরানথানাস্থ হোটেল মাছরাঙ্গাতে অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি জোবায়ের আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমদাদুল্লাহ মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রিয় সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি জননেতা হফেজ মাও. আলমগীর হোসাইন তালুকদার।
প্রধান অতিথি বলেন, সংযমের মাসে সংগ্রামের শপথে বলিয়ান হয়ে দেশ গঠনে ছাত্র সমাজকে ভুমিকা রাখতে হবে। মেধাবী ছাত্ররা যদি পড়া-লেখার পাশা-পাশি দেশ পরিচালনার প্রশিক্ষণ গ্রহণ করে তবে দেশ ও জাতি একটি দক্ষ নেতৃত্ব পাবে ইনশা-আল্লাহ্। তিনি দেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের মর্মবাণী অনুধাবনের আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জের সংগ্রামী সেক্রেটারি জননেতা মাও. মহিউদ্দিন আজমী, জেলা আন্দোলেনের সাংগঠনিক সম্পাদক মাও. শফিকুল ইসলাম ফারুকী, সহকারি দফতর সম্পাদক আশরাফ আলী সোহান, সহকারীঅর্থ সম্পাদক মুহা. রেদওয়ান আহমাদ, সমাজ কল্যাণ সম্পাদক মুহা. রুকন উদ্দীন, সাবেক ছাত্র নেতা মুহা. মাজহারুল ইসলাম, ইসলমী যুব আন্দোলন কিশোরগঞ্জের সভাপতি মুফতি বরকত হোসাইন, জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মুহা. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মুহা. আরিফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ বিন রশিদ, অর্থ সম্পাদক আবরারুল হক্ব, দফতর সম্পাদক আবু-বকর সিদ্দিক, কওমি মাদরাসা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, কলেজ বিষয়ক সম্পাদক ইসমাঈল হোসাইনসহ উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ।
Leave a Reply