শফিকুন্নবী বাইজিদ, কুড়িগ্রাম (জেলা) সংবাদদাতা : “নিজের খাবার বিলিয়ে দিবো অনাহারের মুখে” কবির এই কথাটুকু অনেক দামী। আসলে অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর অনুভূতিই অন্যরকম। সারাজীবন এভাবেই অসহায় মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। কথাগুলো বলছিলেন কুড়িগ্রামের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা হাফিজুর রহমান।
বন্যার শুরু থেকেই বানভাসীদের পাশে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে জেলার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে অসহায় বানভাসীদের খোঁজ খবর নিচ্ছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম মহাসচিব সরেজমিন পরিদর্শন করে শেষ পর্যন্ত বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন।
এদিকে আজ (শুক্রবার) জেলার ভোগডাঙ্গা ইউনিয়নে জেলা সভাপতির নেতৃত্বে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সেই সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলায় শেষ পর্যন্ত বানভাসীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন নেতৃবৃন্দ।
Leave a Reply