শফিকুন্নবী বাইজিদ, কুড়িগ্রাম (জেলা) সংবাদদাতা : ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্যা মোকাবেলায় শুরু থেকেই দেশের বন্যা দূর্গতদের পাশে আছে। পাশে থাকার আশ্বাস দিয়েছেন ঘরে না ফেরা পর্যন্ত।
গত ২১ শে আগষ্ট (সোমবার) কুড়িগ্রামের বন্যার্তদের ত্রাণ সহায়তা ও সার্বিক খোঁজ-খবর নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম আসে কুড়িগ্রামে। তারা কুড়িগ্রাম সহ সারাদেশের বন্যার্তদের পাশে শেষ পর্যন্ত থাকার আশ্বাস দেন। তারই ফলশ্রুতিতে কুড়িগ্রামের বিভিন্ন স্পটে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
আজ (বুধবার) পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে ও কেন্দ্রের তত্ত্বাবধানে জেলার নাগেশ্বরী উপজেলার দুধকুমারে বন্যার্তদের পূনর্বাসনের জন্য ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি দেলোয়ার হোসাইন সাকী ও স্থানীয় নেতৃবৃন্দ। তিনি বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
Leave a Reply