শফিকুন্নবী বাইজিদ, কুড়িগ্রাম (জেলা) সংবাদদাতা : আরাকানের মাজলুম মুসলমানদের আহাজারী সহ্য করার ক্ষমতা কোনো বিবেকবান মানুষের নেই। প্রতিদিন পত্রিকার পাতা খুললেই চোখ আটকে যায় রোহিঙ্গাদের সেই নির্মম দৃশ্য দেখে। তাদের সাহায্যার্থে বিভিন্ন সংগঠন, ব্যক্তি উদ্যোগে অনেকেই তাদের ত্রাণ সরবরাহ করে যাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন! তারা কি তাদের নাড়ি পোতা মাতৃভূমিতে ফিরে যেতে পারবে না!
এদিকে রোহিঙ্গা মুসলিমদের সাহায্যার্থে দলের সকল নেতাকর্মী, সমর্থকসহ দেশবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমীর পীর সাহেব চরমোনাই। রাজপথে রোহিঙ্গাদের জন্য আন্দোলন, শরণার্থীদের দুবেলা দু-মুঠো খাবারের ব্যবস্থা করা, নিরাপদ পানি, বাথরুম, মসজিদ, অস্থায়ী বাসস্থান সহ তাদের পাশে ইসলামী আন্দোলনের অবস্থানের ভূয়সী প্রশংসা করেছেন দেশের অনেক সচেতন নাগরিক সমাজ।
এদিকে গতকাল (বৃহস্পতিবার) পীর সাহেব চরমোনাইর আহবানে সাড়া দিয়ে বামুক কুড়িগ্রাম জেলা শাখার মাসিক ইজতেমায় রোহিঙ্গাদের জন্য ত্রাণ তহবিল গঠন করা হয়। ত্রাণ তহবিলে প্রাথমিক অবস্থায় প্রায় দেড় লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন উপস্থিত দায়িত্বশীলেরা। সেইসাথে বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম থেকে রোহিঙ্গা মুসলিমদের সাহায্যার্থে প্রায় বিশ লক্ষ টাকার টার্গেট নেওয়া হয়।
সেই সাথে মাসিক ইজতেমায় রোহিঙ্গাদের জন্য বিশেষ দোয়ার ব্যবস্থা করা হয়।
Leave a Reply