আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে সকল রাজনৈতিক দলে চলছে প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া। আগাম প্রস্তুতি চলছে সিটি নির্বাচনকে কেন্দ্র করে। তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা সিটি নির্বাচনে তৃণমূলের সিদ্ধান্তানুযায়ী মেয়র প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে।
গত ২৫ নভেম্বর বিকেল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগরী শাখার মজলিসে আমেলার মাসিক নিয়মিত বৈঠকে নগর সভাপতি এম এম বিলাল হোসাইনকে একক প্রার্থী হিসেবে মনোনয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে গত ২১ নভেম্বর শনিবার বিকেল ৪টায় কুমিল্লা আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংশ্লিষ্ট যৌথ কমিটির সভায় কমিটির আহ্বায়ক, বর্ষিয়ান শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ কামরুল হাসান খাঁন খোকনের সভাপতিত্বে এক বৈঠকে উপস্থিত নেতৃবর্গের প্রস্তাবে সম্ভাব্য ৭ জন প্রার্থীর নাম প্রস্তাবনায় ওঠে আসে।
তারা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা উত্তরের অন্যতম নেতা মুহাম্মদ আলী হোসাইন, জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়্যব, মহানগর সভাপতি এম এম বিলাল হোসাইন, দক্ষিণ জেলা সভাপতি মাওঃ রাশেদুল ইসলাম রহমতপুরী, নগর সেক্রেটারী মাওঃ এনামুল হক মজুমদার, নগর সাংগঠনিক সম্পাদক ডাঃ আব্দুল্লাহ আল মামুন ও যুবনেতা মাওলানা নাজির ফাহিম।
তবে বৈঠকের সভাপতি তাদের মধ্য থেকে সর্বশেষ ২ জনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। তারা হলেন মহানগর সভাপতি এম এম বিলাল হোসাইন ও সেক্রেটারী মাওঃ এনামুল হক মজুমদার।
নগর সভাপতি ও সেক্রেটারি প্রার্থী হওয়াতে স্বাভাবিক কারনেই সিদ্ধান্তের বিষয়টি আবারো মহানগর কমিটির উপর বর্তায়। যার ফলশ্রুতিতে ২৫ নভেম্বরের বৈঠকে দীর্ঘ আলোচনা-পর্যালোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এখন কেবল দলের আমীর পীর সাহেব চরমোনাই কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক মনোনয়নের আনুষ্ঠানিকতা মাত্র।
এক্ষেত্রে কেন্দ্রীয় কমিটি সাধারনত তৃণমূলের সিদ্ধান্তকেই অধিকতর গুরুত্ব দিয়ে থাকে। তাই সেমতে আগামী কুমিল্লা সিটি নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী এম এম বিলাল হোসাইনই চূড়ান্ত হিসেবে ধারণা করা হচ্ছে।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নগরীর তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা।
এছাড়াও কুমিল্লা সিটির ২৭ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেয়ার কথাও রয়েছে দলটির।
Leave a Reply