কুয়েত প্রতিনিধিঃ গতকাল শুক্রবার (১৮ আগস্ট) ইসলামী আন্দোলন কুয়েত শাখার অন্তর্ভুক্ত ফরওয়ানিয়া জেলা শাখার উদ্যোগে হাসাবিয়ায় মসজিদে আবু হানীফা রহ.- এ ফরওয়ানিয়া জেলা শাখার কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কুয়েত শাখার সাবেক প্রবীণ দায়ীত্বশীল মাও. নুরুল আলম সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাও. লুৎফুর রহমান. মাও. ওজিউল্লাহ, হাফেজ গোলাম রহমান, মাও. সিহাব উদ্দীন, আইএবি কুয়েত শাখার আহবায়ক মাও. আব্দুর রহমান জামী, যুগ্ম আহবায়ক মাও. কাজী সফি আবেদীন, সদস্য সচিব সৈয়দ মাওলানা জামাল উদ্দীন, সদস্য হাফেজ আরিফ প্রমুখ৷
সভায় কুয়েত ফরওয়ানিয়া জেলা শাখার ২০১৭-১৮ ইং সেশনের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়৷ এতে
সভাপতি মাওলানা আবদুল মজিদ, সহ-সভাপতি হাফেজ আবদুল আজিজ ও মাওলানা আমির হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ রায়হান, যুগ্ম সম্পাদকঃ- মাও. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ গোলাম রহমান, সহ. অর্থ সম্পাদক মাও. সালাহউদ্দীন, প্রচার সম্পাদক মাও. ইকবাল, দপ্তর সম্পাদক মাও. আনোয়ার, সদস্য হাফেজ সাজেদুল ইসলাম, সদস্য মিজান রিজওয়ান, সদস্য জাবের ভূঞাকে মনোনীত করে শপথনামা পাঠ করান ইসলামী আন্দোলন কুয়েত শাখার আহবায়ক মাও. আবদুর রহমান জামী সাহেব৷
Leave a Reply