নাজিম উদ্দিন, চট্টগ্রাম সংবাদদাতাঃ সাম্রাজ্যবাদীদের ভয়ংকর ছোবলে অাজ মানবতা ক্ষতবিক্ষত। নৈতিক শিক্ষার অভাবে জাতি আজ ধ্বংসের মুখে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান মায়ের গর্ভেও শিশুরা নিরাপদ নয়। নারী ও শিশু হত্যা, নির্যাতন আজ নিত্য নৈমিত্তিক ব্যাপার। শিক্ষক পরিমলদের কাছে শিক্ষার্থীরা অনিরাপদ। এহেন অবস্থা থেকে মুক্তি পেতে হলে সমাজের প্রতিটি স্তরে কুরআনী শিক্ষার বিকল্প নেই।একমাত্র কুরআন ও সুন্নাহর চর্চার মাধ্যমেই অশান্ত পৃথিবীকে শান্ত করা সম্ভব।
বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর এম. এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন তাকদির হোটেলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রামস্থ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত “সন্ত্রাস, দুর্নীতি ও কায়েমী স্বার্থবাদ মুক্ত সমাজ গঠনে রমজানের ভূমিকা শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মুহা. জিয়াউল হক জিয়া এসব কথা বলেন।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহা. ফরহাদ হোসাইন এর সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক মুহা. দিদারুল ইসলাম জিমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী অান্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি জননেতা আলহাজ্ব মুহা. জান্নাতুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি ছাত্রনেতা মুহা. নিজাম উদ্দীন, ক্যাপ্টেন ইঞ্জিনিয়ার (মেরিন) মুহা. শফিউল হক।
বক্তারা তাদের আলোচনায় বলেন, ছাত্র সমাজকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভুমিকা রাখতে হবে। একাডেমিক পড়ালেখার পাশাপাশি সমাজে গঠনেও সমান অবদান রাখতে হবে। দুর্নীতি মুক্ত দেশ বিনির্মাণে শিক্ষার প্রতিটি স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। এসময়ে বক্তারা সামরিক খাতে বাজেট কমিয়ে শিক্ষা ও গবেষণায় বাজেট বৃদ্ধির দাবি জানান।
এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যাল, প্রিমিয়ার ইউনিভার্সিটি, সাউদার্ন ইউনিভার্সিটি, ইউএসটিসি বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেনডেন্স ইউনিভার্সিটি, বিজিসি ট্রাষ্ট ইউনিভার্ডিটি, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইন্টার ন্যাশনাল মেডিকেল কলেজ সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় সমূহের প্রতিনিধিবৃন্দ।
Leave a Reply