নোয়াখালী থেকে আবদুল ওয়াহাবঃ গতকাল ৮ সেপ্টেম্বর’১৭ইং রোজ শুক্রবার ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণের আওতাধীন কোম্পানীগঞ্জ থানা শাখার উদ্যোগে সংগঠনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নবীন আলেম সংবর্ধনা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মু. ইউছুফ পিয়াস। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মেধাবী ছাত্র নেতা মু. জিয়াউল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি মু. আব্দুল মুকিত।
সম্মেলন শেষে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
Leave a Reply