আইএবি নিউজ : আজ (রবিবার) এক যৌথ বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া বলেন, বর্তমান পরিস্থিতিতে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সস্ত্রীক মিয়ানমার সফরের মাধ্যমে বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশ এবং দেশের সর্বস্তরের জনগণের সাথে চরম বেইমানী করেছে। খাদ্যমন্ত্রীর এ সফর মিয়ানমারের খুনিদের আরও উৎসাহিত করবে এবং এতে বাংলাদেশের নতজানু পররাষ্ট্র নীতিই প্রমাণিত হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার মিয়ানমারের পরিবর্তে অন্য কোনো দেশ থেকেও চাল আমদানী করতে পারতো। কিন্তু তা না করে যখন মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের লাশের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নির্যাতিত রোহিঙ্গাদের বাঙ্গালী বলে মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে বাংলাদেশের দিকে তাড়িয়ে দিচ্ছে এমনকি বাংলাদেশে আসা রোহিঙ্গারা যাতে ফিরতে না পারে সে জন্য সীমান্তে স্থলমাইন পুতে রেখেছে, তখন বর্তমান সরকারে খাদ্যমন্ত্রী ভ্রুক্ষেপহীনভাবে, নিরুদ্বেগে এদেশের ১৬ কোটি জনগণকে বৃর্ধাঙ্গুলী দেখিয়ে মিয়ানমার থেকে চাল ক্রয় করতে গিয়ে দেশের জনগণের সাথে ভয়ঙ্কর প্রতারণা করেছেন এবং মুসলিম বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। আমরা মনে করি বর্তমান সরকারের দেশের জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই গণমানুষের মুখের ভাষা না বুঝে ১৬ কোটি বাংলাদেশের নাগরিকদের সাথে নির্লজ্জ আচরণ করছেন।
নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ক্ষোভ থেকে রেহাই পেতে আশাকরি বর্তমান সরকারের শুভ বুদ্ধির উদয় হবে। সরকার মিয়ানমার থেকে চাল ক্রয়ের লজ্জাজনক সিদ্ধান্ত বাতিল করবেন এবং অবিলম্বে খাদ্যমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনবেন। ইতিপূর্বেও আমরা দেখেছি বর্তমান সরকারের খাদ্যমন্ত্রী বিদেশ থেকে পচা গম আমদানি করে কুখ্যাতি অর্জন করেছিলেন। দেশের মানুষ পচা গম কেনার ঘটনার তদন্ত করে খাদ্যমন্ত্রীর বিচার দাবি করেছিল। কিন্তু সরকার তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নিয়ে দেশে নতুন করে জঙ্গীবাদের ইস্যু বানিয়ে সে ঘটনা ধামাচাপা দিয়ে পচা গম হজম করতে জাতিকে বাধ্য করেছে।
Leave a Reply