আল-আমীন, গাইবান্ধা (জেলা) সংবাদদাতা : ঈদ মানেই আনন্দ আর আনন্দের মাত্রাটা আরো বেড়ে যায় যখন ঈদের আনন্দটা ভাগাভাগি করা হয় অসহায় মানুষদের সাথে। আসছে শনিবার পবিত্র ঈদুল আযহা, হয়তো অনেকে কুরবানির পশু কেনা শেষ করে বেজায় খুশিতে আছেন। কিন্তু ঈদের আনন্দ মলিন হয়ে যায় অভাবী গরীব মানুষদের ঘরে এসে। না পারে স্ত্রীকে একটা নতুন শাড়ি দিতে, না পারে লাল টুকটুকে একটা পাঞ্জাবী সন্তানকে উপহার দিতে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার উদ্যোগটা বেশ প্রসংশাজনক।
আজ (বৃহস্পতিবার) ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলাধীন সাদুল্যাপুর উপজেলা শাখার উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মাওঃ মুহা. ইসমাঈল হোসাইন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি মাওঃ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ক্বারী মোঃ সামছুল আলম, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আব্দুল মমিন, অর্থ সম্পাদক আব্দুল মোন্নাফ, প্রচার সম্পাদক মোঃ ওসমান গনী সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply