আল-আমিন, গাইবান্ধা (জেলা) সংবাদদাতা : গতকাল মঙ্গলবার (২২ আগষ্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশ সাদুল্যাপুর উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ আল-আমিন এর সভাপতিত্বে পীর সাহেব হুজুর চরমোনাই’র পক্ষ থেকে বন্যার্ত মানুষদের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা ও সাদুল্যাপুর উপজেলা শাখার যৌথ উদ্যোগে ত্রাণ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচীতে সাদুল্যাপুর উপজেলার দুই আশ্রয় কেন্দ্রের (সাদুল্যাপুর ডিগ্রী কলেজ ও মডেল প্রথমিক বিদ্যালয়) অবস্থানরত বানভাসি মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওঃ ইমতিয়াজ আলম।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নেতা মাওঃ ফখরুল ইসলাম ও সাদু্ল্যাপুর থানার ইনচার্জ জনাব মোঃ ফরহাদ ইমরুল কায়েছ।
প্রধান অতিথি বক্তব্যবে বলেন, মানুষের প্রতি মুছিবত আসে দুই কারণে; দুনিয়া ও গুনার কারণে তাই আমাদের গুনাহর কাজ ছাড়তে হবে এবং গুনা থেকে তওবা করতে হবে।
এসময়ে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা সভাপতি মাওঃ ইসমাঈল হোসেন, সেক্রেটারী মোঃ আব্দুল মাজেদ, যুব আন্দোলন জেলা সভাপতি মুফ্তি মোঃ তওহীদুল ইসলাম,
বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর মাওঃ মোঃ আব্দুল হামিদ, বামুক সাদুল্যাপুর উপজেলা ছদর আলহাজ নুরুল ইসলাম (মাষ্টার) সহ সকল সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply