রাকিব চৌধুরী, সিলেট সংবাদদাতা : পীর সাহেব চরমোনাই’র ডাকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক মূর্তি অপসারণের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ জুন) বাদ যোহর নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মুফতি মো. ফখরুদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সুুপ্রিমকোর্ট থেকে মূর্তি অপসারণের পর পুনরায় স্থাপন করার মাধ্যমে দেশের আলেম-ওলামাদের অবজ্ঞা করা হয়েছে। দেশের ৯০ ভাগ মানুষের বিশ্বাসের পরিপন্থী মূর্তি সুপ্রিম কোর্ট থেকে রমজানের মধ্যেই অপসারণ করতে হবে। অন্যথায় পীর সাহেব চরমোনাই’র ডাকে এদেশের জনগণ আবারো রাজপথে নেমে আসবে এবং কঠোর কর্মসুচী দিয়ে মুর্তি অপসারণ করা হবো ইনশোআল্লাহ।
এ সময় উপাস্থিত ছিলেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা মো. নাজির আহমদ, ছাত্র আন্দোলনের মহানগর সভাপতি মো. শিহাব উদ্দিন, জেলা সভাপতি মু. সোহেল আহমদ, যুব আন্দোলনের জেলা সাংগঠনিক মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দালনের কোতোয়ালী থানা সভাপতি মো. আনোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের মহানগর সেক্রটারি মো. নূরে আলম, আব্দুস সালাম সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
Leave a Reply