নাঈম ইসলাম, মাদারীপুর (জেলা) সংবাদদাতা : আজ রবিবার (১৭ সেপ্টেম্বর’১৭) ইসলামী আন্দোলন বাংলাদেশ কালকিনি উপজেলা (মাদারীপুর) শাখার সভাপতি ক্বারী মুহাম্মাদ রুহুল আমিনের সভাপতিত্বে বিকাল ৩টায় শাখা কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এসব কথা বলেন, চরমোনাই মাহফিলে লাখো লোকের সমাগম হয়, অনেকে নিজেকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবেও দাবী করেন অথচ বাস্তবতা হলো, এদের মধ্যে কারা প্রকৃতপক্ষে চরমোনাইর মুরীদ তা নির্বাচন আসলে বুঝা যায়। তিনি উদাহরণ দিয়ে বলেন, ঘোড়ার পরিচয় যেমন দৌড়ে, তেমনি চরমোনাইর মুরীদের পরিচয় মিলে নির্বাচন আসলে। তাই মুরীদ দাবী করলেই হবে না, নির্দেশনা অনুযায়ী কাজও করতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নে আল্লাহভীরুদের পক্ষালম্বন করতে হবে। তিনি নেতাকর্মীদেরকে নির্বাচনের জন্য প্রস্তুত থাকার আহবান জানান।
এতে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মাদারীপুর জেলা সভাপতি মুহাম্মাদ আজহার উদ্দিন মোড়ল, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এস এম আজিজুল হক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কালকিনি পৌর সভাপতি মুহাম্মাদ মোস্তফা কামাল, ডাসা থানা সভাপতি মুহাম্মাদ আবুল বাশারসহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন ইশা ছাত্র আন্দোলন কালকিনি উপজেলা সভাপতি মুহাম্মাদ তামিম হুসাইন।
Leave a Reply