নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নেতা আলহাজ জান্নাতুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম মহানগরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, একটু বৃষ্টিতেই পুরো নগরী বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে। এমন দুর্ভোগপূর্ণ এবং নানাবিধ সমস্যাগ্রস্ত অবস্থায় যে হারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন গৃহকর বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তাতে সাধারণ নগরবাসীর জীবনে চরম নাভিশ্বাস উঠবে।
আজ (বৃহস্পতিবার) বেলা ৪টায় চট্টগ্রামের দেওয়ানহাটস্থ দলীয় কার্যালয় চত্বরে এক মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নেতা আলহাজ জান্নাতুল ইসলাম আরও বলেন, নতুন মূল্যায়নে করের হার আগের তুলনায় ৫০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এক লাফে অস্বাভাবিক এ ধরনের কর বৃদ্ধিতে পরবর্তীতে এর ভার ভাড়ায় বসবাসরত সাধারণ নগরবাসীর ওপরই বর্তাবে। গ্যাসের মূল্যবৃদ্ধি, জলাবদ্ধতা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি বাসাভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে নগরবাসীর মাথায় আকাশ ভেঙে পড়বে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
কেন্দ্রীয় শ্রম ও শিল্প বিষয়ক সম্পাদক ও নগর সভাপতি আলহাজ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ আবুল কাশেম মাতব্বর, নুরুল ইসলাম বিএসসি, অধ্যাপক মাওলানা রফিকুল আলম, যুবনেতা মু. সগির আহমদ চৌধুরী, তাজুল ইসলাম শাহীন, মাওলানা ওয়াইজ হোসাইন ভুঁইয়া, কারী দিদারুল মাওলা, আলহাজ শাহজাহান ভুইয়া, ছাত্রনেতা মুহাম্মদ নিজাম উদ্দিন, মুহাম্মদ নাজিম উদ্দিন প্রমুখ।
Leave a Reply