চট্টগ্রাম সংবাদদাতা : কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ (১৬-৩০ এপ্রিল) উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার (২৭ এপ্রিল) নগর সভাপতি মুহাম্মদ নিজাম উদ্দীন এর নেতৃত্বে সকাল ৯টা থেকে ইসলামী বিপ্লবের দাওয়াত তৃণমুল পর্যায়ে পৌঁছে দেওয়া ও সদস্য সংগ্রহের লক্ষ্যে নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়, চিটাগং মুসলিম হাই স্কুল ও মিইনিসিপাল স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতি সফর ও দাওয়াতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির মুহতারাম তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মেধাবী ছাত্রনেতা মুহাম্মদ ইলিয়াস হাসান।
আরও উপস্থিত ছিলেন নগর সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শুরা সদস্য নুরুল বশর আজিজি, প্রশিক্ষণ সম্পাদক শাহীন হাওলাদার, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক আরিফ হুসাইন, কোতোয়ালী থানা সভাপতি সালমান, খুলশী থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল প্রমূখ।
Leave a Reply