বিশ্বের ৩য় বৃহত্তম গণজমায়েত চরমোনাইয়ের তিন দিনব্যাপী ফাল্গুনের মাহফিলে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার জাতীয় ফতোয়া বোর্ডের চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব শাইখ দাতু ওয়ান জাহিদী বিন ওয়ান তেহ এবং মালয়েশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা শাইখ আহম্মদ হাফিজ বিন হাজী মোহাম্মদ বাকানি।
চরমোনাই মাহফিলে শাইখ দাতু ওয়ান জাহিদী তার আলোচনায় বলেন, চরমোনাই এসে দেখলাম বাংলাদেশের মানুষ ধর্মপরায়ণ। লক্ষ লক্ষ লোকের জমায়েত এখানে, তারপরও কোন বিশৃঙ্খলা নেই। প্রত্যেকেই সুন্নতের উপর অটল। আমার বিচারে এই তরীকা হকের উপরে আছে। তিনি সমস্ত মুসলমানকে চরমোনাই তরীকার সাথে এক হয়ে দ্বীনের এই মেহনতকে এগিয়ে নেওয়ার আহব্বান জানান।
Leave a Reply