শাহীন বিন শফিক, কুমিল্লা দক্ষিণ প্রতিনিধিঃ চৌদ্দগ্রাম উপজেলার গুনবতী ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (৩১ আগষ্ট) সকাল ৭টায় গুণবতী বাজার জামে মসজিদে গাজী আইয়ূব আলীর সভাপতিত্বে এবং মু. সাব্বির আহমাদের সঞ্চালনায় এক যৌথসভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মাওলানা মোজাম্মেল হক জাফরী।
তিনি তার বক্তব্যে আগামী দিনে সংগঠনের কাজকে আরো বেগবান করার লক্ষ্যে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার আহবান জানান। বিশেষ করে আগামী একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে প্রতিটা ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম বাড়ানো এবং বিশেষভাবে নির্বাচনের প্রস্তুতি এখন থেকে গ্রহণ করার উদাত্ত আহবান জানান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বামুক গুনবতী ইউনিয়নের সদর মু. জামাল উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন গুনবতী ইউনিনের আহ্বায়ক মুহাঃ আব্দুর রকিব, সদস্য সচিব মুহাঃ নুরুল ইসলাম, মাওলানা ওসমান গণি আশেকী, মুহাঃ এমদাদুল হক সোহাগ, মুহাঃ আবুল কালাম সোহাগ, মুহাঃ আব্দুল কাইয়ূম প্রমুখ।
Leave a Reply