আবদুল ওহাব, নোয়াখালী প্রতিনিধিঃ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের আওতাধীন চৌমুহনী পৌর শাখার উদ্যোগে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শাখা সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে অনুষ্ঠিত বৃক্ষরোপণ অভিযানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আবদুল ওহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মুহাম্মাদ উসমান গণী।
কর্মসূচি বাস্তবায়নে অংশ নেন পৌর সহ-সভাপতি মুহাম্মাদ জাবের হোসাইন, সাধারণ সম্পাদক ইকরাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, প্রশিক্ষণ সম্পাদক মুসলেহ উদ্দিন প্রমুখ।
বৃক্ষরোপণ অভিযানে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকবৃন্দের সাথে আলাপচারিতায় জেলা সহ-সভাপতি মুহাম্মাদ আবদুল ওহাব বলেন, বৃক্ষ মানুষের পরম বন্ধু হলেও এর সাথে মানব সম্প্রদায়ের আচরণ বিমাতা সুলভ। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বৃক্ষরোপণের মাধ্যমে গণসচেতনতা সৃষ্টির উদ্যোগ নিয়েছে দেশব্যাপী। পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত ইতিবাচক মনোভাব লালন এক্ষেত্রে জরুরী। আমরা ক্যাম্পাসে এজন্য কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি, যাতে সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ এথেকে অনুপ্রেরণা লাভ করে।
নেতৃবৃন্দ চৌমুহনী শহরের জামিয়া আশরাফিয়া, নোয়াখালী পাবলিক স্কুল এন্ড কলেজ, বেগমগঞ্জ পাইলট স্কুল, চৌমুহনী সরকারী কলেজ প্রভূতি বিদ্যাপীঠে মাল্টা, আমড়া, পেয়ারা, ইউক্যালিপ্টাস, মেহগনি ইত্যাদি বৃক্ষরোপণ করেন।
Leave a Reply