আইএবি নিউজ : ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ-এর সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও নগর সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া আজ এক যৌথ বিবৃতিতে সুপ্রিমকোর্টের সামনের থেকে গ্রীক দেবীর মূর্তি অপসারনের দাবীতে আয়োজিত ২১ এপ্রিল জাতীয় মহাসমাবেশ সফল করায় সকল তৌহিদী জনতা এবং সহযোগিতার জন্য ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদেরকে অভিনন্দন জানান।
নেতৃবৃন্দ বলেন, পবিত্র রমজান মাস সন্নিকটে। অতএব, সরকারের প্রতি অনুরোধ করবো, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুন। গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর চেষ্টা করবেন না। মানুষের প্রতি দরদী হোন, কাউকে অযথা হয়রানী করবেন না।
নেতৃবৃন্দ আরো বলেন, পীর সাহেব চরমোনাইর ঘোষণা অনুযায়ী পবিত্র রমজানের আগেই সুপ্রিকোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরিয়ে নিন। অন্যথায় ১৭ রমজান বদর দিবসে সারা দেশের মুসলমানরা ফুঁসে উঠে ঈমানী চেতনায় গ্রীক দেবীর মূর্তিকে সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে ফেলবে।
Leave a Reply