স্টাফ রিপোর্টার : ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল হককে গুম করে রাখার ৫ দিন পর লাশ
পাওয়া গেছে। এ ন্যাকারজনক কাজের তীব্র নিন্দা ও
ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র
আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি কেএম
শরীয়তুল্লাহ এবং সাধারণ সম্পাদক মোঃ ইবরাহীম
হুসাইন।
গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে তারা বলেন,
মাওলানা আব্দুল হকের নৃশংস হত্যাকারীদের খুঁজে বের
করে গ্রেফতার করে খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে
হবে।
দেশে আজ অধিক হারে গুম, খুন বৃদ্ধি পেয়েছে।
সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা তো দুরের কথা
নেতাদেরই আজ নিরাপত্তা নেই।
যত্রতত্র গুম ও খুন জনমতে ভয়ভীতি সৃষ্টি করছে। এ ঘটনায় দেশবাসী চরম উদ্বিগ্ন। বর্তমান আওয়ামী লীগ সরকার ও
বিগত বিএনপি জোট সরকার কারো আমলেই মানুষের
নিরাপত্তা দিতে পারছেনা, তারা জনগণের নিরাপত্তা
দিতে ব্যর্থ হয়েছে। জামালপুরে ইসলামী শ্রমিক
আন্দোলনের নেতা মাওলানা আবদুল হককে গুম করে ৫দিন
পর তার লাশ ফেলে যায়। এধরনের ঘটনায় আমরা বাকরুদ্ধ,
মর্মাহত ও আতংকিত।
তারা বলেন, খুনিরা খুন করে পার পেয়ে যাওয়ার কারণেই
এ ধরণের ঘটনা ঘটেই চলেছে। অবিলম্বে মাওলানা আব্দুল
হকের খুনিদের গ্রেফতার করে বিচার করতে হবে, না
হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর
পীরসাহেব চরমোনাই ঘোষনা দিলে সারাদেশে তীব্র
আন্দোলন গড়ে তোলা হবে।
Leave a Reply