শফিকুন্নবী বাইজিদ, কুড়িগ্রাম (জেলা) সংবাদদাতাঃ গোটা বিশ্বে দুই ধরনের রাজনীতি চলছে। কেউ ক্ষমতা কেন্দ্রীক রাজনীতি করে আর কেউ আদর্শ ভিত্তিক রাজনীতি করে। যারা ক্ষমতা কেন্দ্রীক রাজনীতি করে তাদের প্রধান উদ্দেশ্যই থাকে যেকোন মূল্যে ক্ষমতায় যাওয়া। আগে ব্যক্তি পরে আদর্শ এই নীতিতে তারা রাজনীতি করে। আর যারা আদর্শ ভিত্তিক রাজনীতি করে তারা ব্যক্তির আগে আদর্শকে প্রাধান্য দেয়। আমরা যারা ইসলামী আদর্শিক রাজনীতি করি তাদের যাবতীয় কাজকর্মের উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি অর্জন। এই জাহেলী সমাজকে পরিবর্তন করে আদর্শিক সমাজ গড়া আমাদের কাজ।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার ব্যবস্থাপনায় কর্মী তারবিয়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আযাদ এসব কথা বলেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।
Leave a Reply