আইএবি নিউজঃ মাদরাসা সিলেবাস থেকে জিহাদ অধ্যায় বাদ দিয়ে আগামী ২০১৮ সেশনের পাঠ্যসূচি নির্ধারণ করা হচ্ছে, এমন সংবাদ দেশের বহুল প্রচারিত বেশকিছু মিডিয়ায় এসেছে। আমরা মনে করি, জিহাদ অধ্যায় বাদ দিয়ে পাঠ্যসূচি নির্ধারণ করা হলে নতুন প্রজন্ম জিহাদ সম্পর্কে জ্ঞান না থাকায় জঙ্গিবাদের দিকে ঝুঁকে পড়বে। তাই কোনভাবেই সংশিষ্ট কর্তৃপক্ষ এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না বলে আমরা আশাবাদি।
শুক্রবার (২৭ অক্টোবর’১৭) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি জি.এম. রুহুল আমীন ও সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এক যুক্ত বিবৃতিতে একথা বলেন।
নেতৃদ্বয় আরো বলেন, একটি অশুভ চক্র বরাবরই জিহাদের অপব্যাখ্যা ও বিভ্রান্তি ছড়িয়ে তাদের স্বার্থ হাসিল করতে চায়। তাই নতুন প্রজন্মের কাছে জিহাদের প্রকৃত ধারণা স্পষ্ট করার মাধ্যামে ইসলাম বিদ্বেষী চক্র এবং জঙ্গিবাদে প্ররোচিতকারীদের রুখে দিতে হবে।
Leave a Reply