ওমর ফারুক আজাদ: জেরুসালেম মুসলমানদেরই রাজধানী। তার স্বীকৃতি দিয়েছেন সকল আম্বিয়ায়ে কেরাম। বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তরজেলা সভাপতি জননেতা মাওলানা আতিক উল্লাহ বাবুনগরী। আজ বাদু জুমা হাটহাজারী ডাক বাংলো চত্বরে সংগঠনের উত্তরজেলা কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এমনটি দাবি করেন তিনি। সভাপতি তার বক্তব্যে বলেন, মেরাজের রজনীতে রাসুল সাঃ যখন বায়তুল মাকদিসে অবস্থান করেন তখন সকল আম্বিয়ায়ে কেরাম ইসলামের নবী মুহাম্মদ সাঃ কে নামাজের ইমামতির দায়িত্ব দিয়ে তার নেতৃত্ব মেনে নেন। এর মাধ্যমে সকল নবী এই দাবির স্বীকৃতি দেন যে জেরুসালেম মুসলমান তথা নবী মুহাম্মদ এর উম্মতদেরই রাজধানী। তিনি আরো বলেন অবিলম্বে ট্রাম্প তার ঘোষনা উঠিয়ে না নিলে সারা বিশ্বে জিহাদের দামামা বেজে উঠবে। আর তাতে রক্ষা পাবেনা কোন ইয়াহুদী নরাধমেরা। সাধারণ সম্পাদক সুলতানুল ইসলাম ভুঁইয়ার সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম উত্তরজেলা সাধারণ সম্পাদক ফোরকান সিকদার,রাউজান উপজেলা কওমি মাদরাসা শিক্ষা বোর্ড এর মহাসচিব একেএম আলমগির মাসুদ,ইসলামী যুব আন্দোলন উত্তরজেলা সভাপতি মামুনুর রশিদ মামুন,সাধারণ সম্পাদক এম ওমর ফারুক আজাদ, ইশা ছাত্র আন্দোলন উত্তরজেলা সভাপতি ছাত্রনেতা মোরশেদ কারীমি,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি আতিকুর রহমান নবীন, মুজাহিদ কমিটি উত্তরজেলা সদর ইঞ্জিনিয়ার মুহাম্মদ রফিক, আলমগীর হোসাইন মাহমুদ প্রমুখ। সমাবেশ শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি হাটহাজারী মহাসড়ক ও রাঙ্গামাটি সড়ক প্রদক্ষিণ করে হাটহাজারী কাচারি সড়কে গিয়ে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।
Leave a Reply