ঝিনাইদহ (জেলা) সংবাদদাতা : ইসলামী শ্রমিক আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার ব্যবস্থাপনায় দায়িত্বশীল তারবিয়াত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় ঝিনাইদহের আরাপপুরস্থ সংগঠনের জেলা কার্যালয়ে উক্ত তারবিয়াত অনুষ্ঠিত হয়। তারবিয়াতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও পীর সাহেব চরমোনাই’র রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুঁজিবাদি অর্থব্যবস্থা শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠার পথে প্রধান অন্তরায়। শ্রমিকদের নায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। এজন্য সর্বস্তরের শ্রমিকদের নিয়ে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, ইসলাম ক্ষমতায় গেলে ছয় মাসের মধ্যে সকল শ্রমিকদের বেতন দ্বিগুণ বৃদ্ধি করা হবে।
ইসলামী শ্রমিক আন্দোলনের ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ. এম মোমতাজুল করীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলামের সঞ্চালনায় তারবিয়াতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ঝিনাইদহ-২ আসনে হাতপাখা প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মুহাম্মাদ ফখরুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী মাওলানা শিহাব উদ্দীন, সহ-সভাপতি মাওলানা এনামুল হক ফয়েজী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ বদরুল আমীন প্রমুখ।
Leave a Reply