নাজিম উদ্দিন, চট্টগ্রাম প্রতিনিধি: গতকাল বুধবার (৫ সেপ্টেম্বর’১৮) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ডবলমুরিং থানা সভাপতি মুহা. অাব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহা. জিয়াউল ইসলামেরর সঞ্চালনায় চট্টগ্রাম মহানগরস্থ অাইএবি মিলনায়তনে পবিত্র হজ্ব শেষে দেশে আসা ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম-৯ অাসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহা. ফারুক হোসেন ভুইয়া ও ডবলমুরিং থানা নেতৃবৃন্দসহ হাজীদেরকে সংবর্ধিত করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী অান্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি অালহাজ্ব জান্নাতুল ইসলাম (চট্টগ্রাম-১০ আসন)। বিশেষ অতিথি ছিলেন অালহাজ্ব ফারুক হোসেন ভূইয়া (চট্টগ্রাম-৯ আসন)।
এসময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক অান্দোলন চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি অালহাজ্ব মুহাম্মাদ নোয়াব মিয়া, ইসলামী অান্দোলন ডবলমুরিং থানার সহ-সভাপতি মুহাম্মাদ জসিম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর প্রশিক্ষণ সম্পাদক মুহা. মুস্তাফিজুর রহমান সহ থানার বিভিন্ন নেতৃবৃন্দ।
Leave a Reply